ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ২৫ আগস্ট ২০২৪  

ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা

ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা

ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়া শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েল এবং হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি।এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। 

এদিকে লেবাননের আল মাদ্বীন টেলিভিশনের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়েছে।

মাদ্বীন টেলিভিশনের খবরে আরো বলা হয়, লেবাননের পশ্চিমাঞ্চলীয় এলাকা আল জালিল থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের পশ্চিম গ্যালিলে গভীরে আঘান হেনেছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে এগুলো আছড়ে পড়ে। 

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়