ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

ইলন মাস্কের ‘এক্স টিভি’ উন্মুক্ত, কী সুবিধা থাকছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৪  

ইলন মাস্কের ‘এক্স টিভি’ উন্মুক্ত, কী সুবিধা থাকছে

ইলন মাস্কের ‘এক্স টিভি’ উন্মুক্ত, কী সুবিধা থাকছে

মাইক্রোব্লগিং ওয়েবসাইট এক্স এবার টেলিভিশনের আদলে ভিডিও দেখার জন্য ‘এক্স টিভি’ উন্মুক্ত করেছে। অ্যাপটির মাধ্যমে এক্সে অন্যদের পোস্ট করা সব ভিডিও টেলিভিশনের বড় পর্দায় দেখা যাবে।জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক ঘোষণা দিয়েছেলেন যে তিনি এক্সকে সর্বজনীন হিসেবে গড়ে তুলবেন। এটি হবে এভরিথিং অ্যাপ। সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এক্সের তথ্যমতে, ভিডিও ছাড়াও টেলিভিশনের বড় পর্দায় লাইভ দেখার সুযোগ মিলবে। এক্স অ্যাকাউন্ট ব্যবহার করে সহজেই ব্যবহার করা যাবে অ্যাপটি। প্রাথমিকভাবে গুগল প্লে, অ্যামাজন ও এলজির অ্যাপ স্টোর থেকে নামিয়ে স্মার্ট টেলিভিশনে অ্যাপটি ব্যবহার করা যাবে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ সংস্করণ চালু করা হবে।

এক্সে সর্বোচ্চ ৪ ঘণ্টার ভিডিও আপলোড করে অর্থও আয় করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি ভিডিও তৈরি করতে পারবেন। আর এ সুবিধা চালুর মাধ্যমে এক্সে আপলোড করা ভিডিওর দর্শকসংখ্যাও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এখন ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাপটি।

সর্বশেষ
জনপ্রিয়