ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

আর্থিকখাতে স্থিতিশীলতা ফেরাতে শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন : ড. আহসান এইচ মনসুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ২৮ আগস্ট ২০২৪  

আর্থিকখাতে স্থিতিশীলতা ফেরাতে শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন : ড. আহসান এইচ মনসুর

আর্থিকখাতে স্থিতিশীলতা ফেরাতে শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন : ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, শিগগিরই একটি ব্যাংকিং কমিশন গঠন করা হবে, যার ভিত্তিতে আর্থিকখাতে স্থিতিশীলতা আনায়নে প্রয়োজনীয় রোডম্যাপ প্রণয়ন করা হবে।গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, বিদ্যমান মূল্যস্ফীতি আগামী ৬-৭ মাসের মধ্যে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হলে, নীতি সুদ হার এবং ব্যাংক ঋণের সুদের হার হ্রাসসহ অন্যান্য বিষয়সমূহে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে। ব্যাংকের আমানত সংগ্রহের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে উন্নয়ন একান্ত অপরিহার্য।

তিনি আরো বলেন, নতুন বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হবে। এসএমইদের ক্রেডিট গ্যারান্টি ফ্যাসিলিটিগুলোকে আরো সচল করা হবে। এক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে সরকারি ঋণ গ্রহণের হার সীমিতকরণ করা হবে।

ট্রেড ক্রেডিট পাওয়ার জন্য উদ্যেক্তাদের পেমেন্ট হিস্টরির উন্নয়ন এবং বিশ্বাসযোগ্যতা বাড়ানোর আহ্বান জানান ড. আহসান এইচ মনসুর।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ড. মো. হাবিবুর রহমান প্রমুখ।

ব্যবসা বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়