ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

আইএমএফ আরও ৩ বিলিয়ন ডলার দিতে পারে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ২ সেপ্টেম্বর ২০২৪  

আইএমএফ আরও ৩ বিলিয়ন ডলার দিতে পারে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

আইএমএফ আরও ৩ বিলিয়ন ডলার দিতে পারে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

দেশের বিদ্যমান ডলার সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ঋণসহায়তা চাওয়া হয়েছে। সংস্থাটি তা দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. সালেহউদ্দিন বলেন, আমরা ইতোমধ্যে বাজেট সহায়তার জন্য আইএমএফকে আরও ৩ বিলিয়ন ডলার ঋণের জন্য বলেছি। সংস্থাটি থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আাইএমএফের বোর্ড মিটিংয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। তিনি আরও বলেন, আইএমএফ জানতে চেয়েছে, অন্তর্বর্তী সরকার ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণের শর্তাবলি সংস্কারের পরিকল্পনা করেছে কিনা। আমি তাদের আশ্বস্ত করেছি যে, সে ঋণের বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে এবং আমরা কখনো ব্যর্থ হব না। এর আগে, আইএমএফের একটি পর্যবেক্ষক মিশন চলতি মাসে বাংলাদেশ সফর করবে বলে তিনি জানান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, প্রকল্প চলমান থাকবে। ঋণ পরিশোধের সময়সীমা আরও দুই বছর বাড়ানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। উপদেষ্টা বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত রূপপুর প্রকল্পের বাস্তবায়ন এবং ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছি যে, আমরা নিয়মিত ঋণ পরিশোধ করব। এর আগে গত বৃহস্পতিবার আইএমএফের বাংলাদেশের জন্য নিযুক্ত প্রধান ক্রিস পাপাজিওর্জিউ এবং সংস্থার আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে অর্থ উপদেষ্টার সঙ্গে অনলাইন সভা করেন। সেখানে ক্রিস পাপাজিওর্জিউ নতুন ঋণ প্রদানের বিষয়টি পর্যবেক্ষণ করে দেখবে বলে আশ্বস্ত করেছেন।

বাংলাদেশকে একটি ভালো অবস্থায় নিয়ে যেতে চাই: অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। সৎ ও যোগ্য লোকদের সেখানে যুক্ত করা হচ্ছে। জনগণ যেন বঞ্চিত না হয় সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। বাংলাদেশকে আমরা একটি ভালো অবস্থায় নিয়ে যেতে চাই। গতকাল সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের জন্য কিছু করার সময় এসেছে। এ মন্ত্রণালয়ের কাজের প্রভাব সমাজে ছড়িয়ে দিতে হবে। আপনারা সরকারের কাজে সহযোগিতা করুন। বিজ্ঞান গবেষণা ও এর প্রায়োগিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভার শুরুতেই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপদেষ্টাকে স্বাগত জানান। পরে অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি  মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এ ছাড়াও মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

ব্যবসা বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়