ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

অনুগল্প : নষ্ট মানুষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ৫ সেপ্টেম্বর ২০২৪  

অনুগল্প : নষ্ট মানুষ

অনুগল্প : নষ্ট মানুষ

ফরহাদ সাহেব বারান্দায় বসে চা পান করছিলেন। তার সামনে আজকের দৈনিক পত্রিকা রাখা। একটু আগেই তিনি পত্রিকাটা উল্টেপাল্টে দেখেছেন। চা শেষ করে আবারও দেখবেন। তখন হবে একটু ডিটেইলস দেখা। এরপর রাতে বাছাই করা নিউজগুলো পড়ে ঘুম।

ছুটির দিনে এই এক নেশা তার। অবশ্য পত্রিকাগুলোতে ভালো খবর তিনি খুঁজে পান না। এখানে খুন, ওখানে ধর্ষণ হচ্ছে। সড়ক দুর্ঘটনায় মানুষ মরছে। মানুষ মানুষকে ঠকাচ্ছে। তখনই তিনি শুনতে পেলেন, বাইরে হ্যান্ড মাইকে কেউ বলছে, ‘নষ্ট ব্যাটারি, নষ্ট মোবাইল, নষ্ট সাইকেল, নষ্ট লোহা বদল দেওয়া হয়’।

ফরহাদ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেশের নষ্ট মানুষগুলোকে যদি এভাবে বদল দেওয়া যেতো। দেশটা নষ্ট মানুষে ভরে যাচ্ছে। কেন যে এই সিস্টেম নাই! কাপের চা শেষ হলেও তিনি চুমুক দিতে থাকেন। তার মনোযোগ এখন বাইরের মাইকিংয়ের দিকে!

****

সর্বশেষ
জনপ্রিয়