বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রোববার

বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া

বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া

বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতা করার জন্য অস্ট্রেলিয়া আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফরুক ই আজম।তিনি বলেছেন, বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জানতে চেয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা ফরুক ই আজম বলেন, অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে নির্দিষ্ট কোনও প্রস্তাব দেওয়া হয়নি। আমরা বলেছি বন্যার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ মাছ চাষ করতেন, কেউ হাঁস মুরগি পালন করতেন, গ্রামীণ পর্যায়ে অর্থনৈতিক উদ্যোগ ছিল, সেই উদ্যোগগুলো তারা হারিয়েছেন। সে ক্ষেত্রে আর্থিক সহযোগিতা তাদের প্রয়োজন। এই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি। তারা সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ব্যাকের মাধ্যমে এখনো তারা সহযোগিতা করছেন। এনজিওগুলো তাদের সহযোগিতা নিয়ে মাঠে কাজ করছে। কিছু কিছু জায়গা থেকে ক্ষয়ক্ষতির তথ্যগুলো আসছে। ক্ষয়ক্ষতির পরিপূর্ণ হিসাব এখনো করা হয়নি। আগামী ১৭ তারিখ আমরা সেটা জানাতে পারবো।

তিনি আরও বলেন, বন্যায় পুনর্বাসনের প্রক্রিয়া পদ্ধতি সকল মন্ত্রণালয় করবে, সেটি সমন্বয় করার জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে। এটা জেলা পর্যায়ের কমিটি হয়েছে, উপজেলা পর্যায়েও হবে। এই কমিটিতে সকল পর্যায়ের নেতৃত্ব রাখা হয়েছে। পুনর্বাসনের যে কাজগুলো হবে সেগুলো তারা মনিটরিং করবে।