কোন কোন খাতে ব্যয় হবে ৫ কোটি টাকা, জানালেন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১০:১৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

কোন কোন খাতে ব্যয় হবে ৫ কোটি টাকা, জানালেন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

কোন কোন খাতে ব্যয় হবে ৫ কোটি টাকা, জানালেন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে সভা করবে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। সভায় ব্যয় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।শনিবার শহিদদের স্মরণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, শহিদদের তালিকা চূড়ান্ত হওয়ার পরই এই সভা অনুষ্ঠিত হবে।
 
এবার সভার ব্যয় নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে তিনি বলেন, এই অনুষ্ঠানের জন্য বরাদ্দ পাঁচ কোটি টাকা। এর মধ্য অধিকাংশ টাকা খবর হবে শহীদদের পরিবারকে ঢাকায় আনা-নেয়া এবং তাদের আবাসন ব্যবস্থায়। মূলত এই খরচের কারণে ব্যয় পাঁচ কোটি টাকা ধরা হয়েছে।

এখন পর্যন্ত ৭২৮ জন শহিদের তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে আহতের সংখ্যা ২০ হাজার ২৬৩ জন।

তিনি বলেন, নিহত ও আহতদের তালিকাটি চূড়ান্ত হলে শহীদদের স্মরণসভাটি আয়োজিত হবে। এখন পর্যন্ত ৭২৮ জন শহিদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পাওয়া গেছে। তাদের ঠিকানা খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। এগুলো ভেরিফাই করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আগামী রবিবারের মধ্যেই একটা চূড়ান্ত তালিকা পাওয়া যায়।