দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান

দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান

দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। বুধাবার ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সব কয়টি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ দশমিক ১২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৭১৩ দশমিক ৯৫ পয়েন্টে ও ১ হাজার ২৪০ দশমিক ৯১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৭ দশমিক ৮০ পয়েন্টে।
 
এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেন হয়েছে ৬২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬২ কোটি ৪৩ লাখ টাকার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৫৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১৬১ দশমিক ৯৬ পয়েন্টে ও ৯ হাজার ৭৪৪ দশমিক ০৯ পয়েন্টে।
 
সিএসআই সূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১ দশমিক ৪৩ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৪৮ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১১ দশমিক ২২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৯৮ দশমিক ৪০ পয়েন্টে ও ১৩ হাজার ৬০ দশমিক ৯৭ পয়েন্টে।
 
এদিন সিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৩ লাখ টাকা।