কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জুম চাষে আগুন লাগলে যেমন আশপাশের সবকিছুই পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক তেমনি আপনাদের দায়িত্বে অবহেলা থাকলে আপনারাও ছারখার হয়ে যাবেন।মঙ্গলবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেছেন, কাজের প্রতি অবহেলা চলবে না। ফাইল চালাচালির দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। একই সাথে কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্গানোগ্রাম ঠিক করতে হবে। তিন পার্বত্য জেলায় নিয়োগ কমিটি পুনর্গঠন সরকারের বিধি বিধান অনুযায়ী হতে হবে।

তিনি দ্রুততম সময়ের মধ্যে বিধি-বিধান অনুযায়ী সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, জনকল্যাণে নেয়া আগের প্রকল্প ও স্কিমগুলোর সর্বশেষ অবস্থা কোন অবস্থায় রয়েছে, তা জেনে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে হবে।