ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে সভা হবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে সভা হবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে সভা হবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর সভা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যার ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৫ কোটি টাকা।মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা এ তথ্য জানান।অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, অনুষ্ঠানে কারা অতিথি হবেন, তা ঠিক করবেন উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

ভারত বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে আমাদের মধ্যে কোনো সংকট নেই।