চাঁদাবাজি ও দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করা হবে : হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

চাঁদাবাজি ও দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করা হবে : হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজি ও দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করা হবে : হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট যা চলছে তা আমরা বরদাস্ত করব না। যে কোনো মূল্যে এসব বন্ধ করা হবে। গতকাল বিকালে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র নাগরিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমন্বয়ক খান সালাম মাহমুদ রাফি ও খাগড়াছড়ির শিক্ষার্থী রফিক বক্তব্য রাখেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের ভূমি অফিস, পাসপোর্ট অফিস, স্বাস্থ্য বিভাগ ও বিআরটিসিসহ যেসব সেবা জনগণ সরাসরি নিচ্ছে সেখানে এখন ঘুষ নিতে না পেরে কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজের গতি শ্লো করে দিয়েছেন। এ অবস্থা চললে ফ্যাসিবাদী সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আমরা প্রত্যাহার করে নেব।