ময়মনসিংহ জেলার গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

ময়মনসিংহ জেলার গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুলে বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রোববার বিদ্যালয়ের হলরোমে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় রাষ্ট্র সংস্কারে প্রশাসন নয় জনগণই মুখ্য ভূমিকা পালন করে। এতে বিজয়ী হয় বিষয়ের বিপক্ষ দল।

প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা নাশিদ আল ফুয়াদ। গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহেম্মেদের সভাতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষ মাজারুল ইসলাম।এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আজিজুল হক, সিনিয়র শিক্ষক নাজমা বেগম, সিনিয়র শিক্ষক শহিদুর রহমান, সিনিয়র শিক্ষক মতিউর রহমান, সহকারী শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক রাশিদুজ্জামান , সহকারী শিক্ষক মো. মাজাহারুল ইসলাম, সহকারী শিক্ষক নুরুল আমিন, সহকারী শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক রুনা বেগম , সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক সোহায়েল মাহমুদ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।