সিইসিসহ পাঁচ জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সিইসিসহ পাঁচ জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

সিইসিসহ পাঁচ জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) মোট ৫ জন নির্বাচন কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে, দুপুরে সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য মতবিনিময়’ শেষে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল ও ৪ জন নির্বাচন কমিশনার।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া ইসির সদস্য হিসেবে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান। 

এই কমিশনের অধীনে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটে।