বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করতে চায় ইরান

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করতে চায় ইরান

বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করতে চায় ইরান

বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করার বিষয়ে আগ্রহী ইরান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে চায় দেশটি৷বুধবার (৪ সেপ্টেম্বর) গুলশানে ইরান দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত মানসুর চাভোশির সাথে গণঅধিকার পরিষদের বৈঠক হয়। সেখানে এসব বিষয় নিয়ে কথা হয়।

মানসুর চাভোশি বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন এসেছে সেই প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে সে অনুযায়ী কাজ করতে চায় ইরান। সংস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়েও অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।এসময় বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছে ইরান।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টি করে একটি পক্ষ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাতে তারা সফল হয়নি। এখনই ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির পরিবেশ সৃষ্টি করা উচিত হবে না। নিজেদের মধ্যে সংহতি সৃষ্টি করে জাতীয় সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ভারতীয় রাষ্ট্রনীতি বন্ধুসুলভ নয় দাবি করে নূর বলেন, বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে বন্ধুসুলভ আচরণ করতে হবে। ইট মারলে পাটকেল খেতে হবে।

ছয় মাস থেকে এক বছরের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তবে আরও সময় প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সেটি হতে পারে।