নেত্রকোণা জেলার কেন্দুয়ায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১১:০৭ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার নূর এ আলম প্রমুখ।

সংগীত, আবৃত্তি, চিত্রাংকন, বালিশ বদল ও দৌড়- এ পাঁচটি আঙ্গিকে উপজেলার ১৪টি কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।