সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কেউ কেউ এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, তার অংশ হিসেবে সাংবাদিকদের নামে হত্যা মামলা হতে পারে। তবে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করছে সরকার। গতকাল রবিবার সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।পরিবেশ উপদেষ্টা বলেন, আদালতে গিয়ে আসামিরা হেনস্তার শিকার হচ্ছেন, এটা কখনই কাম্য নয়। অন্তর্বর্তী সরকার তা সমর্থন করে না। তবে সবকিছু সবসময় সরকারের হাতে থাকে না। পুলিশ সংস্কারে জাতিসংঘ প্রতিনিধি দলের সুপারিশ বিবেচনা করা হবে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কেন হঠাৎ করে বন্যা শুরু হয়েছিল, সেটার সঠিক তথ্য জানতে নোয়াখালী ও ফেনীতে গণশুনানি শুরু করা হবে।

উপদেষ্টা জানান, বাংলাদেশের পরিবেশ উন্নয়ন, জলবায়ু উন্নয়নসহ বন সংরক্ষণে আর্থিক সহায়তা করবে ইউএনডিপি ও ফ্রান্স। এ ব্যাপারে তাদের প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশগত এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের নেতৃত্বে একটি ফরাসি প্রতিনিধি দল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আলোচনার মূল বিষয় ছিল বন সংরক্ষণ, আন্তঃসীমান্ত বায়ু দূষণ, নদী দূষণ, বাস্তুতন্ত্র সংরক্ষণ, শিল্প দূষণ, পার্বত্য এলাকার সংরক্ষণ এবং সুন্দরবন, শাল বন এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম রক্ষা। বৈঠকে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞার জরুরি প্রয়োগ, জলবায়ু কর্ম সহযোগিতা, জাতীয় অভিযোজন পরিকল্পনা (ঘঅচ) বাস্তবায়ন, উপকূলীয় বনায়ন এবং অভিযোজন চুক্তির বিষয়ে আলোচনা করা হয়।