উপদেষ্টা নাহিদের সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

উপদেষ্টা নাহিদের সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

উপদেষ্টা নাহিদের সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। তারা হলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিম্পসন এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

গতকাল রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে পৃথক বৈঠকে এই তিন কূটনীতিক উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আলোচনা শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান তারা। এ সময় হাইকমিশনারদের সঙ্গে নিজ নিজ দেশ এবং

বাংলাদেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, ক্রীড়া এবং রাজনৈতিক সম্পর্ক নিয়েও রাষ্ট্রদূতদের সঙ্গে আলাপ করেন নাহিদ।