গণত্রাণ সংগ্রহ : গণরান্নার জন্য চাল, ডাল তেলসহ প্রয়োজনীয় পণ্য দেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৪ রোববার

গণত্রাণ সংগ্রহ : গণরান্নার জন্য চাল, ডাল তেলসহ প্রয়োজনীয় পণ্য দেওয়ার আহ্বান

গণত্রাণ সংগ্রহ : গণরান্নার জন্য চাল, ডাল তেলসহ প্রয়োজনীয় পণ্য দেওয়ার আহ্বান

বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম দশম দিনে পা রেখেছে। গত কয়েক দিন নগদ অর্থ, শুকনা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণ সংগ্রহ করা হলেও এবার গণরান্নার জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। বন্যাদুর্গত এলাকায় খাবার রান্না করে বিতরণের জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্য সংগ্রহে জোর দিচ্ছেন তাঁরা।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে দেখা যায়, ট্রাক ও কাভার্ড ভ্যানে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।টিএসসির বাইরে নগদ অর্থ সংগ্রহের বুথে সাহায্য নিয়ে আসা মানুষের লাইন। সেখানে একজন স্বেচ্ছাসেবক মাইকে ঘোষণা করছেন, ‘নোয়াখালী, ফেনী ও খাগড়াছড়িতে আমরা গণরান্না কর্মসূচি গ্রহণ করেছি। সেখানে রান্না করে বন্যার্তদের মাঝে আমরা বিতরণ করব। আপনারা সে অনুযায়ী সহায়তা করবেন।

ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্বরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী বলেন, ‘বন্যার্ত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা রান্না করব। সে জন্য সবাইকে অনুরোধ করব চাল, ডাল, তেলসহ রান্নার উপকরণ দিয়ে আমাদের সাহায্য করার জন্য। এ ছাড়া আমাদের প্রচুর জরুরি ওষুধ প্রয়োজন।’

ত্রাণ সহায়তায় স্যালাইন ও কিছু জরুরি ওষুধ নিয়ে টিএসসিতে এসেছিলেন রাজধানীর নতুনবাজারের বাসিন্দা রীতম চৌধুরী। তিনি বলেন, ‘আমার বাড়ি সিলেটের হাওরাঞ্চলে। বন্যার পানি যখন নেমে যায়, তখন কত রকমের অসুখবিসুখ কোথা থেকে এসে যে উদয় হয় আর কী পরিস্থিতি দাঁড়ায়, আমি তা জানি। তাই ওষুধ নিয়ে এসেছি।’

২১ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়। ত্রাণ সহায়তায় তহবিল গঠনের জন্য বিকাশ, রকেট বা নগদের মার্চেন্ট অ্যাকাউন্ট চালু করা হয়েছে।০১৮৮৬৯৬৯৮৫৯ নম্বরে সব মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (রকেট লেনদেনের জন্য +৭) ব্যবহার করে অর্থ সহায়তা দেওয়া যাচ্ছে।