প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৯:৩০ এএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার

ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ শনিবার। বিকেল ৩টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলকে ডাকা হলেও সদ্য পদত্যাগকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ডাকা হয়নি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপকালে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম জানতে চাইবে বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে ছাত্র-জনতার ঢল নেমে আসার কারণে চরম বৈরী পরিস্থিতিতে পড়ে আওয়ামী লীগ সরকার। তাই ৫ আগস্ট পদত্যাগ করে ভারত চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিস্থিতিতে ওই সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান।

৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দেন। আর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এসরকার ক্ষমতায় এসে রাজনৈতিক দল, ব্যবসায়ী ও বিদেশী কূটনীতিকসহ দেশী-বিদেশী বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সব কিছুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল অংশী জনের সহযোগিতা চান।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা দেশে প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যত দিন প্রয়োজন সময় দেওয়ার আশ্বাস দেন। এ  ব্যাপারে যত রকমের সহযোগিতা প্রয়োজন তা করারও আশ্বাস দেওয়া হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও তাদের সহযোগিতার আশ্বাস সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।

কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সরকার ২০ দিন সময় পার করার আগেই বিএনপিসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার দাবি উত্থাপন করা হয়। এর পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বিএনপির কাছ থেকে তাদের এ দাবি সম্পর্কে জানতে চায়। এ পরিস্থিতিতে নির্বাচনের টাইম ফ্রেমের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার আহ্বান জানান। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিবসহ দলের ৩ সিনিয়র নেতা। এ বৈঠকে প্রধান উপদেষ্টাকে সরাসরি বিএনপি নেতারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে বলেন। এ আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার সংলাপ করবেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়। আজ বিকেল ৩টা থেকে শুরু হয়ে সংলাপ রাত ৮টা পর্যন্ত  চলবে বলে জানা যায়। আর আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে কিছু না জানালেও আগে যেসব দলের সঙ্গে সংলাপ হয়েছে সে দলগুলোর সঙ্গেই সংলাপ হবে বলে জানা যায়।

তবে প্রধান উপদেষ্টার দপ্তরের এক কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের জানান, মতবিনিময়ে আগ্রহী রাজনৈতিক দলগুলোই সংলাপে যাবে। তবে দলগুলোর সঙ্গে যোগাযোগ করলে বুঝা যাবে কারা কারা যাবেন।

সূত্র জানায়, বিএনপিসহ কিছু দল সংলাপে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম জানতে চাইবে। তবে অধিকাংশ দলই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন না করার বিষয়ে মতামত দেবে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস জানিয়েছেন, নির্বাচন কবে হবে সেটি রাজনৈতিক দলগুলোর বিষয়। আর অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় এনেছে ছাত্ররা, তাই ছাত্ররা যতদিন চাইবেন তত দিনই এ সরকার ক্ষমতায় থাকবে। তবে প্রধান উপদেষ্টার এ ভাষণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে হতাশা’ প্রকাশ করে বলেছিলেন, তাদের প্রত্যাশা ছিল ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা করবেন। এর পর দলের অন্যান্য সিনিয়র নেতারাও অনুরূপ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিএনপির পক্ষ থেকে আগে সংস্কারকাজ শেষ করে নির্বাচনের কথা বললেও এখন সংস্কারের কথা তেমন জোর না দিয়ে নির্বাচনের রোডম্যাপের ওপর বেশি জোর দিচ্ছে। তাদের সমমনা আরও ক’টি দলও বিএনপির ভাষায় কথা বলছে।  

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে শুধু রাজনৈতিক দল নয়, ব্যবসায়ী, পেশাজীবী ও বুদ্ধিজীবীসহ সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে। সকলের কাছ থেকে নেওয়া মতামত পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করে সুবিধাজনক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।

এর আগে প্রশাসন, নির্বাচন কমিশন ও  আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রক্রিয়া শুরু করা হবে।

এর আগে ১২ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ৭ সদস্যের স্থায়ী কমিটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। ওইদিন জামায়াত ইসলামীসহ আরও ক’টি রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকের সংলাপ একটি ভিন্ন মাত্রা পাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনের টাইম ফ্রেমের ওপর গুরুত্ব দেবে। তবে জামায়াতসহ কয়েকটি দল সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর বেশি জোর দেবে।

বৃহস্পতিবার যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলবেন পর্যায়ক্রমে। বিএনপি নির্বাচনের কোনো দিনক্ষণ বলেনি। তবে আশা করছি সংলাপের পর তারাই বলবেন কখন নির্বাচন হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি এ সরকার দ্রুততম সময়ের মধ্যে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে।