গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

নিখোঁজ ও গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ।বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। গুমের শিকারদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে আমরা এই সনদে স্বাক্ষর করেছি।

গত ১৫ বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।
 
কমিশনে আরো রয়েছেন- অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, সাজ্জাদ হোসেন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস। কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 
২০০৬ সালের ২০ ডিসেম্বর গুমবিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পর ২০১০ সালে এ সনদের বাস্তবায়ন শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এ সনদে যুক্ত হয়েছে।