সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় যুব ও ক্রীড়া উপদেষ্টার

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় যুব ও ক্রীড়া উপদেষ্টার

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় যুব ও ক্রীড়া উপদেষ্টার

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে অভ্যুত্থান ঘটেছে। এতে শেখ হাসিনার সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ নানা সংস্কারের পদক্ষেপ গ্রহণ করছে।দেশের নানা ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনও সংস্কার চলমান। ইতোমধ্যে দেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙে দেয়া হয়েছে। এর বিপরীতে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির রুপরেখা নিরুপণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 

ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার ও সামগ্রিক উন্নয়ন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভার আহ্বান করেছে। এতে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ২ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে সকালে এই সভায় দেশের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার ক্রীড়া সম্পাদক, যুগ্ম ক্রীড়া সম্পাদক,স্পোর্টস ইনচার্জকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। 

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন, স্পোর্টস জার্নালিস্ট কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যমেও প্রেরণ করা হচ্ছে। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসার উদ্যোগ নিয়েছেন। ক্রীড়া সাংবাদিকরা সকল ফেডারেশন ও ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পর্যবেক্ষণ করেন। সদ্য বিদায়ী মন্ত্রী নাজমুল হাসান পাপন গত ছয় মাসে অনেক ফেডারেশনের সঙ্গে বসলেও সাংবাদিকদের সঙ্গে কখনো ক্রীড়া উন্নয়ন নিয়ে আনুষ্ঠানিক মত বিনিময় করেননি। জাহিদ আহসান রাসেল তার পাঁচ বছর মেয়াদে এক বার এমন আয়োজন করেছিলেন।