বন্যার্ত মানুষকে সহায়তায় প্রতিদিন ২২ ট্রাক ত্রাণ যাচ্ছে দুর্গত এলাকায়

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

বন্যার্ত মানুষকে সহায়তায় প্রতিদিন ২২ ট্রাক ত্রাণ যাচ্ছে দুর্গত এলাকায়

বন্যার্ত মানুষকে সহায়তায় প্রতিদিন ২২ ট্রাক ত্রাণ যাচ্ছে দুর্গত এলাকায়

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহায়তার জন্য গতকাল সপ্তম দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যান্য দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বুথে নগদ অর্থসহায়তা ও জরুরি ওষুধ সংগ্রহ করা হচ্ছে। আর ত্রাণসামগ্রী জমা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, প্রথম দিকে যেভাবে ত্রাণ ও অর্থ আসত, এখন আর সেভাবে আসছে না। আমরা এখন ত্রাণ পাঠানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছি। প্রতিদিন ২০/২২ ট্রাক বন্যাকবলিত অঞ্চলগুলোতে যাচ্ছে।

সকাল ১০টা থেকে টিএসসি বুথে নানা শ্রেণিপেশার মানুষ সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও জরুরি ওষুধ দিয়ে যাচ্ছেন। ওষুধ সংরক্ষণ করা হচ্ছে টিএসসির ২য় তলার কনফারেন্স রুমে। ডাকসুতে চলছে প্যাকেজিংয়ের কাজ ও ট্রাক বোঝাইয়ের কাজ। জিমনেশিয়ামে ত্রাণ সংগ্রহ ও প্যাকেজিং দুটোই চলছে। তবে আগের মতো প্রচুর পরিমাণে ত্রাণ আসতে দেখা যায়নি। গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে টিএসসিতে কর্মরত এক স্বেচ্ছাসেবক বলেন, সাধারণ মানুষ বন্যার্তদের সাহায্যে এভাবে এগিয়ে আসবে তা কল্পনাতীত ছিল। এই দুর্দিনে আমরা স্বেচ্ছাসেবকরা রাত-দিন এক করে কাজ করছি। যত দ্রুত পারা যায় ত্রাণসামগ্রী বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।