
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট (বিএম কলেজ) এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় অত্র কলেজের ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৫৬ জন কৃতকার্য হয়েছেন। এ সময় ৩ জন পরীক্ষার্থী এ প্লাস অর্জন করেন। এই ফলাফল অনুযায়ী কলেজের পাসের হার দাঁড়িয়েছে ৮০ শতাংশ।
প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট বিএম (কলেজ) এর অধ্যক্ষ মুছলিহা মাহবুবু জানান, আজকের বিশ্ব প্রযুক্তি নির্ভর। তাই কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ বেকার থাকে না। এই দর্শনকেই সামনে রেখে ২০১১ সালে এই কারিগরি কলেজটি প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে কলেজটি অত্যন্ত সুনামের সঙ্গে পাঠদান করে আসছে।
অধ্যক্ষ আরও জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃত এই কলেজে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে ৫০ জন এবং ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস শাখায় ৫০ জন শিক্ষার্থীর আসনসংখ্যা রয়েছে। ফলে মোট কলেজে ১০০ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন চলমান।

