Sunday, November 9, 2025
spot_img
Home নেত্রকোণা কেন্দুয়ায় বিভিন্ন পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কেন্দুয়ায় বিভিন্ন পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

10
media image
ছবি

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষকমন্ডলী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে কেন্দুয়া থানা পরিদর্শন শেষে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলার শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা,শিশুপার্ক, যোগাযোগ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নদী ও খাল দখল, পৌর সদরের অবৈধ ফুটপাত দখলমুক্ত, মাদক, জুয়া ইভটিজিং ও বাল্যবিবাহ নিয়ে তাঁদের মতামত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।

প্রধান অতিথিদের বক্তব্য লিপিবদ্ধ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলেমিশে সমাজের সকাল প্রকার অনিয়ম ও দুর্নীতি রুখে দাঁড়াই তাহলেই সমাজ ও জাতি সুন্দর হবে।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মুখলেছুর রহমান বাঙ্গালী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাকি, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (অপসারিত) হারুন অর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সেকুল ইসলাম খান, রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি লুৎফর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ।

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি), নাঈম-উল ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার কেন্দুয়া-আটপাড়া (সার্কেল) গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদি, বিভিন্ন রাজনৈতিক দরের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও পরবর্তীতে উপজেলা কর্মকর্তার কার্যালয়, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোটার্স ক্লাব, কেন্দুয়া পৌরসভা, অসুস্থ বাউল শিল্পী সালামের হাতে আর্থিক সহযোগিতা প্রদান, উপজেলা ভূমি অফিস পরিদর্শন সহ বাউল কবি দীন শরৎচন্ত্র নাথ এর স্মৃতি ফলক উদ্বোধন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জালাল মঞ্চ উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here