Saturday, November 8, 2025
spot_img
Home নেত্রকোণা মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার স্ত্রীর মৃত্যু

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার স্ত্রীর মৃত্যু

8
media image
ছবি

মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব টিপু সুলতানের সহধর্মিণী নার্গিস আক্তার (৪৭) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, টিপু সুলতান তাঁর মাতা রাবিয়া বেগম (৮০)-এর চক্ষু অপারেশনের জন্য কয়েক দিন আগে ময়মনসিংহ চক্ষু হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার চিকিৎসা শেষে স্ত্রী ও মাকে নিয়ে প্রাইভেটকারযোগে মোহনগঞ্জ ফিরছিলেন। পথে বেলতলী নামক স্থানে তাদের প্রাইভেটকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহের স্বদেশ প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নার্গিস আক্তার মারা যান।

টিপু সুলতান চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে সহধর্মিণীর মরদেহ নিয়ে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া বাসায় ফেরেন। আহত মাতা রাবিয়া বেগম এখনও ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা মরহুমার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here