Sunday, November 9, 2025
spot_img
Home নেত্রকোণা মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

7
media image
ছবি

মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার (১০ অক্টোবর) মোহনগঞ্জ পৌর ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ পদে ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এবং মোট ভোটার সংখ্যা ১৭৫৩। নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। পরে রাত ১০টা দিকে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আসাদ ইবনে মিজানের স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মোঃ গোলাম কিবরিয়া শামীম (হারিকেন) ৮০৮, কার্যকরী সভাপতি মোঃ বাবুল হোসেন বাবলু (হাঁস) ৮৭২, সহ-সভাপতি মোঃ আকিকুল ইসলাম (হুক্কা) ৭৩৫, সাধারণ সম্পাদক মোঃ বারিন কার্ণায়েন (ছাতা) ৯০৪, যুগ্ম-সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মিঠু (ফুটবল) ৬৬৭, সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির আহম্মেদ (টেবিল) ৬৪৮, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-মুজাহিদ (নিশান), ৫৮৫, প্রচার সম্পাদক মোঃ জুলহাস (মই) ৬৩৮, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান (মাছ) ৭২০, দপ্তর সম্পাদক মোঃ রাশেল (দোয়েল পাখি) ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here