
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় যুবদল নেতা শামীম হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা “শামীম ভাই কবরে, খুনি কেনো বাহিরে? আমার ভাই মরলো কেনো—জবাব চাই, জবাব চাই! ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, গত ২ জুলাই রাতে নিখোঁজ হন গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম। প্রায় তিন মাস পর, ২৭ সেপ্টেম্বর একই ইউনিয়নের বিরান্দরি বিল থেকে উদ্ধার হওয়া এক কঙ্কালকে শামীমের বলে দাবি করেন তাঁর পরিবার ও স্থানীয়রা। তবে পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।