Sunday, November 9, 2025
spot_img
Home নেত্রকোণা দুর্গাপুর প্রেসক্লাবে কম্পিউটার সেট উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর প্রেসক্লাবে কম্পিউটার সেট উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

12
media image
ছবি

দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবে একটি কম্পিউটার সেট উপহার দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৮ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ–দুর্গাপুর সেতু কমিটির সদস্যরা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে কম্পিউটার সেটটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এর আগে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্।

আলোচনায় বক্তব্য রাখেন সেতু কমিটির সদস্য পঙ্কজ মারাক ও প্রভাত সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার এবং কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ বলেন, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে জনস্বার্থে সোমেশ্বরী নদীতে কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল। সেই সেতু থেকে আদায়কৃত টাকার খরচবাদে অবশিষ্ট টাকা বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে দুর্গাপুর প্রেসক্লাবে একটি কম্পিউটার সেট প্রদান করা হয়েছে।

আলোচনা শেষে ঐতিহ্যবাহী দুর্গাপুর প্রেসক্লাব পরিবার কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here