
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি খন্দকারসহ চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষণা করা হয়।
জানা গেছে, এর আগে সীমান্তবর্তী লেংগুড়া বাজার এলাকায় স্থানীয় জনতা মাদকসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশি তদন্তের পর তাদের আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন-আলমগীর হোসেন (৩০), মো. আঃ হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮) এবং মো. মিজান (২০)। রায় ঘোষণার পর কলমাকান্দা থানা পুলিশ দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করেছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার বলেন,সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের আইনগত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় সচেতন মহল বলছে, মাদক ব্যবসায়ী ও সেবীদের নিয়মিতভাবে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত শাস্তির আওতায় আনা প্রয়োজন। তারা উপজেলা প্রশাসন ও পুলিশের এই উদ্যোগকে প্রশংসা জানিয়ে বলেন, এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সমাজ মাদকমুক্ত করা সম্ভব হবে।

