নেত্রকোনার কলমাকান্দায় ৩০ বোতল ভারতীয় মদসহ মো. নাজির হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে মদসহ গ্রেফতার করা হয়।
নাজির হোসেন রংছাতি ইউনিয়নের তেরতোপা বাঘবেড় (কদমতলা) গ্রামের এলোম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির স্বীকার করেছে, প্রায় তিন মাস ধরে সে মাদকের কারবার করছিল।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।