Sunday, August 24, 2025
spot_img
Home নেত্রকোণা কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

5

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী নীরব নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যার আগে উপজেলার বড়খাঁপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নীরব ওই গ্রামের আলী হোসেন ও সালমা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মা সালমা আক্তার তাকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান। একপর্যায়ে মায়ের অজান্তে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে পড়ে যায় নীরব। কিছুক্ষণ পর শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে নীরবের দাদি পুকুরের পানিতে নড়াচড়া দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা পুকুরে নেমে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here