ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

ক্রীড়াঙ্গনকে দুর্নীতি ও রাজনৈতিক বলয়মুক্ত করবে সরকার : ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২৪  

ক্রীড়াঙ্গনকে দুর্নীতি ও রাজনৈতিক বলয়মুক্ত করবে সরকার : ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়াঙ্গনকে দুর্নীতি ও রাজনৈতিক বলয়মুক্ত করবে সরকার : ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়াঙ্গনকে দুর্নীতি এবং রাজনৈতিক বলয়মুক্ত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর সময় এ কথা জানান তিনি।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো টিম-টাইগার্স। এ ঐতিহাসিক অর্জন উপলক্ষে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন’।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দেশের ক্রীড়া ক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়