ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে ডিমের দাম কমেছে, স্থিতিশীল সবজির বাজার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ৩০ আগস্ট ২০২৪  

কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে ডিমের দাম কমেছে, স্থিতিশীল সবজির বাজার

কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে ডিমের দাম কমেছে, স্থিতিশীল সবজির বাজার

কিশোরগঞ্জের হোসেনপুরে সরবরাহ স্বাভাবিক থাকায় হোসেনপুরে ডিমের দাম ডজনে ১২ টাকা কমেছে। কিন্তু গত কয়েক মাস ধরে সবজির দাম বাড়তে থাকলোও দুই এক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা কমেছে।ফলে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। কিন্তু কয়েকটি সবজি বর্তমানে মৌসুম না থাকায়, এগুলোর দাম কিছুটা বেশি। হোসেনপুরের উপজেলা বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে ডিমের ডজন ১৬৫ টাকা বয়লার মুরগির ডিম বিক্রি হলো তাই এখন কমে ১৫০ টাকা হয়েছে। বয়লার মুরগির দাম কিছুটা কমলেও কিন্তু গরু ছাগলের মাংসের আগের দামেই  বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা, পটল প্রতি কেজি৪০-৪৫ টাকা, পেঁপে প্রতি কেজি ২৫-৩০ টাকা মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০-৩৫ টাকা লাউ প্রতি পিস ৪০-৫০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৪৫-৫০ টাকা আলু প্রতি কেজি ৫৫-৬০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০-১৮০ টাকা কচু প্রতি পিস ৪০-৫০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৪৫-৫০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া যেসব সবজির দাম কিছুটা বাড়তি, কচুর লতি প্রতি কেজি ৫৫-৬০ টাকা, বটবটি প্রতি কেজি ৬০-৭০ টাকা, কচুরমুখী প্রতি কেজি ৬০-৬৫ টাকা বেগুন প্রতি কেজি ৭০-৭৫ ও ৬০-৬৫ টাকা করলা প্রতি কেজি টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বয়লার মুরগী প্রতি কেজি বিক্রি হচ্ছে  ১৬০-১৬৫ টাকা, লাল কক ২৭০ টাকা কেজি, সোনালি মুরগি প্রতি কেজি ২৬০ থেকে ২৬৫ টাকায় বিক্রি হচ্ছে, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি, এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭২০ টাকা বিক্রি হচ্ছে, খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

পাশাপাশি বাজারে দেশে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়, রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা, শুকনা মরিচ ৩৮০, হলুদ প্রতি কেজি ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়, আটাশ চাল ৫৫-৫৮ টাকা বিক্রি হচ্ছে হোসেনপুর উপজেলায় আমান সরকার বাজারে বাজার করতে আসা মাইনুদ্দিন বলেন, বাজারে সবজির দাম আগের থেকে অনেকটাই কমেছে। এছাড়া কিছু কিছু সবজির দাম বাড়তি আছে।

কিন্তু কিছুদিন ছাত্রদের বাজার মনিটরিং করতে দেখেছি তখন অনেক কিছু দামি কম ছিল। এখন আবারও নিত্য পণ্য আগের মতন বেড়ে যাচ্ছে। বাজারে নিয়ন্ত্রণের সরকারকে বাজারে মনিটরিং বাড়ানোসহ আসলে বাজার নিয়ন্ত্রণে সরকারকে বাজার মনিটরিং বাড়ানোসহ অসাধু সিন্ডিকেট ভেঙে দিতে হবে।আমারা সাধারণ মানুষরা চাই সব পণ্যের মূল্য আমাদের সাধ্যের মধ্যে থাকুক।

আমান সরকার বাজারে সবজির দাম বিষয়ে ব্যবসায়ী আলামিন বলেন, গত কয়েক মাসে তুলনায় দুই এক সপ্তাহের ধরে সবজির দাম অনেকটাই কম। কিন্তু দুই তিনটা সবজি বর্তমান মৌসুমে না হওয়ায় কিছুটা ভাবতে দামে বিক্রি হচ্ছে। আবার নতুন কোন সবজি বাজারে উঠতে শুরু করলে এগুলোর দাম কমে যাবে।
 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়